দোকানে মূল্যতালিকা না টাঙানোয় দুই ব্যবসায়ীকে জরিমানা

137

দোকানে মূল্যতালিকা না টাঙানোর অপরাধে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় দুই ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হাসান ও মাসুদ রানা ওই এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘পেঁয়াজের দাম সহনশীল পর্যায়ে রাখতে এবং অবৈধ মজুত ও কৃত্রিম সংকট তৈরি করে ব্যবসায়ীরা যাতে পেঁয়াজের দাম বাড়াতে না পারে সেজন্য মঙ্গলবার থেকে জেলা প্রশাসন অভিযান শুরু করেছে। পেঁয়াজের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে দুই দফায় অভিযান চালানোর পর শুক্রবার অক্সিজেন এলাকায় খুচরা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্যতালিকা না টাঙানোর দায়ে দুই দোকানদারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

আপনার মতামত দিন