দেশের সব সম্পদ লুট করে দেশের বারোটা বাজিয়ে দিয়েছে – খন্দকার আবু আশফাক

135

শুক্রবার নবাবগঞ্জ উপজেলার কলাকোপায় দোহার উপজেলা ও দোহার পৌরসভা কৃষক দল ও মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খুব শীঘ্রই কমিটি ঘোষণা করা হবে। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, ফ্যাসিবাদী সরকার দেশের সব সম্পদ লুট করে দেশের বারোটা বাজিয়ে দিয়েছে। দেশের মানুষ আজ চরম অশান্তির মধ্যে রয়েছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে পণ্যদ্রব্য। এ সরকাররে হাত থেকে দেশ ও দেশের জনগণকে রক্ষা করতে আগামী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই অগতান্ত্রিক সরকারকে বিদায় করা হবে।

তিনি আরো বলেন, আমাদের কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এখন থেকে আন্দোলনে সবাইকে ঐক্যবন্ধ হতে হবে।

অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, পৌরসভা বিএনপি সভাপতি কুদ্দুস খান, দোহার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শিলাসহ অন্যান্য নেতা-কর্মীরা।

আপনার মতামত দিন