দূর্গাপূজা উপলক্ষে ঢাকা জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

130

মঙ্গলবার সন্ধ্যায় নবাবগঞ্জ থানা চত্বরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দোহার নবাবগঞ্জ উপজেলার পূজা মন্ডপের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা পুলিশের উদ্যোগে দোহার নবাবগঞ্জ থানা পুলিশ এর আয়োজন করেন।

নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দোহার সার্কেলের সিনিয়র এএসপি মাহবুবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক সাংবাদিক বরুন ভৌমিক নয়ন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অসীম সরকার, দোহার থানার ওসি মো. সাজ্জাদ হোসেন, পূজা উদযাপন পরিষদের- মিহির কান্তি দে, নিতাই চাঁদ তালুকদার, অমিতাভ পাল অপু, স্বপন কুমার সরকার, অনুপম দত্ত নিপু প্রমুখ

আপনার মতামত দিন