ডেস্ক রিপোর্টারঃ দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর সিপিআই-২০২৪ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের দুর্নীতি স্কোর এই বছরে সর্বনিম্ন ২৩ পয়েন্টে পৌঁছেছে। এর ফলে বাংলাদেশ ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় ১৪তম অবস্থানে রয়েছে। এ বছর বাংলাদেশের স্কোর গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন, যা দেশের দুর্নীতি পরিস্থিতির এক চরম অশনির সংকেত।
টিআইবি-এর নির্বাহী পরিচালক ড. মো. ইফেতারুজ্জামান এক সংবাদ সম্মেলনে জানান, ২০২৪ সালের স্কোরটি ২০২৩ সালের ২৪ থেকে আরও এক পয়েন্ট কমে ২৩ হয়েছে। এ বছর দেশের অবস্থান ১৫১তম, যেখানে কঙ্গো ও ইরানও একই স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে অবস্থান করছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্কোর আফগানিস্তানের পর দ্বিতীয় সর্বনিম্ন।
এ প্রসঙ্গে ড. ইফেতারুজ্জামান বলেন, এই অবনমন প্রমাণ করছে যে, বর্তমান সরকার মুখে দুর্নীতি বিরোধী কথা বললেও বাস্তবে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, সরকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি দমনে অবহেলা ও যথাযথ আইন প্রয়োগ না হওয়ার কারণে বাংলাদেশ দুর্নীতির মুকাবিলায় সঠিকভাবে এগোতে পারেনি।
টিআই ১৯৯৫ সাল থেকে এই সূচক প্রকাশ করে আসছে, এবং বাংলাদেশ প্রথমবার ২০০১ সালে তালিকাভুক্ত হয়। দুর্নীতি বিরোধী পদক্ষেপ নেওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিআই।
![](https://news39.net/wp-content/uploads/2023/08/protiva-coaching-ad-primary-teacher-2023-min.jpg)