মোটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আহত

375

নিউজ৩৯-এর স্টাফ রিপোর্টার আসিফ শেখ গত ১২ অক্টোবর শনিবার মুন্সিগঞ্জের সিরাজদিখান খারশুর এলাকায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় আরো আহত হয় নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সবুজ।

পেশাগত কাজে আসিফ নবাবগঞ্জ থেকে মটর সাইকেল যোগে মরিচা যাচ্ছিল। যাওয়ার পথে ৩টার দিকে নবাবগঞ্জের খারশুর ব্রীজ থেকে নামার সময় একটি কুকুর রাস্তার উপর দিয়ে দৌরে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় কুকুরটি মটর সাইকেলেন চাকার নিচে পড়েলে মটর সাইকেলটি স্লিপ কাটে। এতে আসিফ ও সবুজ মটর সাইকেল থেকে ছিটকে রাস্তার ওপরে পড়ে। ফলে আসিফ মাথায় ব্যাথা পায় এবং তার হাত ও পা মারাত্মকভাবে যখম হয়েছে। সবুজের পায়ের বিভিন্ন স্থানে যখম হয়।

দুর্ঘটনার পরপরই তাদেরকে দ্রুত নবাবগঞ্জ হেলথ কম্পেক্সে জরুরী চিকিৎসা দেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, হাত-পা ও মাথায় আঘাত পেলেও তা মারাত্মক কোনো যখম হয় নি।

আপনার মতামত দিন