দুবাইতে দোহার প্রবাসীর আত্মহত্যা

1566

আল-আমিন, স্টাফ রিপোর্টার, নিউজ৩৯; দোহারের নারিশা ইউনিয়নের চৈতাবাতর গ্রামের মোঃ সুমন দুবাইতে আত্মহত্যা করেছে। তার বয়স আনুমানিক ৩৩। তার পিতার নাম মোঃ মান্নান। সে বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। সুমন ২ সন্তানের জনক। সে দীর্ঘদিন ধরেই দুবাই রয়েছে। তার মৃত্যুর ব্যাপারে দুবাই পুলিশ অনুসন্ধান করছে বলে স্বজনেরা জানিয়েছেন।

আপনার মতামত দিন