গতকাল রবিবার বিকেলে উপজেলার গালিমপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত রাজেশ উপজেলার গালিমপুর ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের ও সুজন চুড়াইন ইউনিয়নের মোসলেমহাটি গ্রামের বাসিন্দা। রাজেশ গালিমপুর ইউনিয়ন যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গালিমপুর বাজারের হাজী বিরিয়ানি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান ফোর্সসহ মাদক কারবারি সুজনকে ৫৫ পিস ইয়াবাসহ হাতে-নাতে আটক করেন। পরে সুজনকে জিজ্ঞাসাবাদে রাজেশের সম্পৃক্ততা স্বীকার করেন। বলেন, তার কাছ থেকে ইয়াবা এনে বিক্রি করতেন তিনি। সুজনের স্বীকারোক্তির ভিত্তিতে রাজেশকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, আসামিদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।