জয়পাড়া থেকে আরো দুই বিএনপি নেতা আটক

253

নিউজ৩৯ ♦ রবিবার রাতে জয়পাড়া থেকে আরো দুই বিএনপি নেতাকে আটক করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা দোহারের কুসুমহাটি ইউনিয়নের সুন্দরীপাড়া গ্রামের মৃত জমিরউদ্দিন মোল্লার ছেলে টিপু সুলতান(৪২) ও দোহার পৌরসভার চর লটাখোলা গ্রামের শেখ চান মিয়ার ছেলে আব্দুল মালেক(৩৩)। 

দোহার থানা পুলিশের এ এস আই রফিকুল ইসলাম জানান, আটককৃতরা গত ২৭ সেপ্টেম্বর সোমবার সকালে যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল এর গ্রেফতারের প্রতিবাদে ও যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজনের উদ্দ্যেশে বিক্ষোভ মিছিল ও সভার মাধ্যমে নাশকতা সৃষ্টির চেষ্টায় দায়েরকৃত মামলার আসামী। গত রোববার উপজেলা গেট থেকে তাদের আটক করে পুলিশ।

উল্লেখ্য গত ২৭ সেপ্টেম্বর ২৪ বিএনপি নেতাকর্মীকে আটক করে দোহার থানা পুলিশ। পরে আরো অজ্ঞাত ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এই মামলায় তাদের আটক করে পুলিশ।

আপনার মতামত দিন