দুই একদিনের ভিতরেই জয়পাড়া কলেজের পিছনের  খালে অভিযান

1437

দখলদারদের দখল বাজীতে নিজের অস্তিত্ব হারাতে বসেছে দোহারের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান জয়পাড়া কলেজের পিছন দিয়ে প্রবাহিত খালটি। সাধারন মানুষ থেকে শুরু করে জয়পাড়া কলেজ পর্যন্ত দখল করে নিয়েছে খালের একটা বড় অংশ। ফলে অস্তিত্ব সংকটে পড়ে গেছে খালটি। দোহার পৌরসভার নাকের ডগায় চলে এই অবৈধ দখলদারী তারা দেখেও না দেখার ভান করেছে। এরই পরিপ্রেক্ষিতে খালটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে উদ্যোগ নিচ্ছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা। সোমবার নিউজ৩৯ এর প্রতিবেদকের কাছে নিতে অচিরেই এই দখল কারীদের বিরুদ্ধে অভিযান চালানোর কথা জানান।

দুই একদিনের ভিতরেই জয়পাড়া কলেজের পিছনের  খালে অভিযান

দুই একদিনের ভিতরেই জয়পাড়া কলেজের পিছনের  খালে অভিযান

আফরোজা আক্তার রিবা বলেন, দোহারে কোন অবৈধ দখলদারী চলতে দেয়া হবে না। খালটির ব্যাপারে আমাদের নজরে আছে। আমরা অতি দ্রুত এই খালের অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো। দোহার উপজেলা এসি ল্যান্ড সালমা খাতুনের উপস্থিতিতে তিনি বলেন, দুই একদিনের ভিতরেই তিনি এই অভিযান পরিচালনা করবেন। এবং দোষীদের ব্যাপারে কঠোর শাস্তির ব্যবস্থা নিবেন।

দুই একদিনের ভিতরেই জয়পাড়া কলেজের পিছনের  খালে অভিযান

আপনার মতামত দিন