ঢাকার নবাবগঞ্জ উপজেলার দাউদপুরে ২৫ আগস্ট অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ইছামতি নদীতে হওয়া নবাবগঞ্জের সবচে’ জাঁকজমক ও জনপ্রিয় দাউদপুরের নৌকা বাইচ-এ ঢাকা ও মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে নৌকা আসে। এবার অনেক বেশি নৌকা আসার কথা থাকলেও ১০টি বেশি নৌকা আসতে পেরেছে। ঘাসি, চড়ুয়া ও কোসা, এই তিন ধরণের নৌক এসেছে এবার, এদের মধ্যে পানিরাজ (সিরাজদিখান), পানিরাজ (শ্রীধরপুর), হারানো মানিক (হরিরামপুর), মাসুদ রানা (দেওতলা), লিটন (আগলা), জিন্দা শাহ, সোনার চাঁন, রিয়াদ এন্টারপ্রাইজ (মানিকগঞ্জ), শাহজালাল অন্যতম।
# ১
# নদীর দুই পাড়, সেতুতে ছিল উপচে পড়া ভীর
# সমানে সমান
# নিচে নৌকা, উপরে দর্শক
# বিজয়ী হয়ে ফেরা
# প্রতিযোগী
# প্রস্থান
# অনেকে নৌকা ভাড়া করে পুরো পরিবার নিয়ে এসেছিলেন
# জলে বাইচ, ডাঙায় মেলা
# ভিডিওতে বাইচ
বাইচে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলার চেয়ারম্যান আলমগীর হোসেন।
আপনার মতামত দিন