নবাবগঞ্জে দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

453

ঢাকার নবাবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক এবং স্ট্যাম্প ভেন্ডার সমিতির নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়। গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রিটার্নিং কর্মকর্তা ছিলেন উপজেলা সাব-রেজিস্ট্র্রি কর্মকর্তা রেজাউল করিম বকশি। এতে সভাপতি পদে মো. খালেদ খান, সাধারণ সম্পাদক পদে আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আসলাম খান, সাংগঠনিক সম্পাদক পদে মো. সোহরাব হোসেন, কার্যকরী সদস্য পদে মো. শহিদুল ইসলাম, মোনায়েম খান, জাহিদুল ইসলাম ও মোকলেছুর রহমান বাদল নির্বাচিত হন।
এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সহসভাপতি পদে মো. সাহেদ আলী ও মো. শাওকাত আলী, কোষাধ্যক্ষ পদে মো. হানিফ আলী, প্রচার সম্পাদক পদে মনিরুল ইসলাম বাদল, দপ্তর সম্পাদক পদে হারুনর রশিদ।

আপনার মতামত দিন