তোফাজ্জল হোসেন চৌধুরী  কলেজের পক্ষ হতে নবাবগঞ্জে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা

309
তোফাজ্জল হোসেন চৌধুরী  কলেজ

ঢাকার নবাবগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু ও ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকালে উপজেলার তোফাজ্জল হোসেন চৌধুরী  কলেজের পক্ষ হতে এ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের পূজারী। তার দক্ষ নের্তৃত্বে এ দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশের উন্নয়ন দমিয়ে রাখার মত শক্তি এখন আর কারো নেই।

কলেজ পরিচালনা পর্ষদের দাতা সদস্য মুক্তিযোদ্ধা মিরাজুল ইসলাম হোসেন চৌধুরী বাখর মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সদস্য দেওয়ান আওলাদ হোসেন, সমাজ সেবক ও ব্যবসায়ী এম.এ বারী বাবুল মোল্লা, শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান আলিমুর রহমান খান পিয়ারা, বারুয়াখালি ইউপি চেয়ারম্যন আরিফুর রহমান শিকদার, অত্র কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আলমাস আলী খান, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান, সাধারন স¤পাদক নূর আলম, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য নজরুল ইসলাম, কামরুজ্জামান সবুজ, যুবলীগ নেতা রেজাউল করিম রাজু প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিকালে হুযায়ফা হোসেন চৌধুরী (অমিয়) স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু । ফাইনাল খেলায় ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে তাশুল্লা উচ্চ বিদ্যালয় চ্যা¤িপয়ন হয়। পরে উপজেলা চেয়ারম্যানদ্বয় এবং আমন্ত্রিত অতিথিরা চ্যা¤িপয়ন দলের হাতে পুরষ্কার তুলে দেয়।

আপনার মতামত দিন