তৃতীয় বছরে ইছামতি পাঠশালা; শুরু হলো ২০২১ সালের কার্যক্রম

91

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার তেলেঙ্গা ইট ভাটা এলাকার শিক্ষা বঞ্চিত শিশুদের নিয়ে ইছামতি পাঠাশালার কার্যক্রম শুরু হয়েছে। নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন ইছামতির তত্তাবধানে শিক্ষার সুযোগ বঞ্চিত শিশুদের জন্য এই পাঠশালা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১লা ডিসেম্বর) বিকেলে ৪ঘটিকায় তেলেঙ্গা ইট ভাটা এলাকায় শিক্ষা বঞ্চিত শিশুদের উচ্ছ্বাসিত মুখে ফুটে উঠেছিল। “ আগামীর আলোকিত বাংলাদেশের প্রতিচ্ছবি” এ স্লোগান কে ধারণ করে শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে এই পাঠশালা ফেব্রুয়ারি মাস অবধি চলবে। পাঠশালায় মোট ২৫ জন ছাত্র-ছাত্রীকে আদর্শ লিপি বই, খাতা, পেনসিল, কলমসহ সংশ্লিষ্ট উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইছামতী নবাবগন্জ উপজেলা ছাত্র সংগঠন এর সভাপতি মোঃ ফয়সাল, সংগঠনটির সাধারণ সম্পাদক তুষার আহমেদ(ইমন), সাংগঠনিক মোসাদ্দেক আল কাদরী (মুন্না), কোষাধ্যক্ষ নাহিয়ান ইসলাম, উপ-প্রচার সম্পাদক শেখ মেহেরুন নেছা, সিনেট সদস্য রিফাত কাজী,মাহমুদুল হাসান তুষার, শুভাশিস গোস্বামী,ফয়েজ আল মামুন, পরিচালক মুক্তি ক্লিনিক, ইছামতির প্রতিষ্ঠাকালীন সদস্য রিফাত কাজি, কামরুজ্জামান রতন, ইয়াসিন দিপু, শুভ কাজি, জামিল হোসেন, News39.net এর সাংবাদিক মোঃ আল আমিন হোসাইন সহ সকল ইছামতি নবাবগঞ্জ উপজেলার ছাত্র সংগঠন এর শতাধিক সদস্যবৃন্দ।

আপনার মতামত দিন