তুলশীখালী ও মরিচা সেতু টোলমুক্ত করার দাবিতে স্মারকলিপি

519

ঢাকা-নবাবগঞ্জ-দোহার সড়কের তুলশীখালী ও মরিচা মহাকবি কায়কোবাদ সেতু টোলমুক্ত করার দাবিতে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। বুধবার বিকেলে এই স্মারকলিপি গ্রহণ করেন মুন্সীগঞ্জের এডিএম একেএম শওকত আলম মজুমদার। দোহার ও নবাবগঞ্জবাসীর পক্ষে শ্রমিক নেতা অবিনাশ সরকার রুপন, নবাবগঞ্জ উন্নয়ন সংস্থার সভাপতি শেখ তোফায়েল আহমেদ সেপুল, সংগঠক বাবু চন্দ্র ম-ল ও নার্গিস মল্লিকসহ নেতৃবৃন্দ এই স্মারকলিপি পেশ করেন। 

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার তুলশীখালীতে ধলেশ্বরী নদীর ওপর সাড়ে ৩ শ’ মিটার দীর্ঘ এবং এর প্রায় দেড় কিলোমিটার দূরে মরিচার ইছামতি নদীর উপর প্রায় একই দৈর্ঘ্যের মহাকবি কায়কোবাদ সেতু। সেতু দুটি ২০০৫ সালের ৫ অক্টোবর উদ্বোধন হয় এবং প্রথম থেকেই টোল আদায় শুরু হয়। সেতু দুটির অবস্থান মুন্সীগঞ্জ জেলায় হলেও বেশি যাতায়ত ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার মানুষের। প্রতিদিন অন্তত ২০ হাজার মানুষের যাতায়াত এই সড়কে। সেতু দুটির ব্যয়ের চেয়ে কয়েকগুণ বেশি টোল এ পর্যন্ত আদায় হয়ে গেছে। তাই ছোট আকারের সেতু দু’টি টোলমুক্ত করার দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচী পালিত হচ্ছে। এই অঞ্চলের প্রায় সব সামাজিক সংগঠনগুলোও এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। তাই অতিসত্বর টোলমুক্ত ঘোণার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে ঐতিহ্যবাহী এই জনপদের মানুষ। বর্তমানে বাস প্রতি ২শ’ টাকা ও সিএনজি অটো রিক্সা প্রতি ৩০ টাকাসহ বিভিন্ন হারে টোল আদায় করা হচ্ছে।

আপনার মতামত দিন