ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় সিএনজি চালিত অটোরিকশার চারজন নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সিএনজি চালিত অটোরিকশার চালক উজ্জ্বলের (২৭) পরিচয় জানা গেছে। তার বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার মুগারচর এলাকায়। বাকি তিনজন রংপুর জেলার বাসিন্দা। তাদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে তুলসীখানী ব্রিজের কাছে বাটার বন্ড কোম্পানির কাভার্ডভ্যান বেপরোয়াভাবে সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই চালক কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়েছে।
অজ্ঞাত তিনজন নবাবগঞ্জ থানা এলাকায় কৃষকের কাজ করত। দেশব্যাপী লকডাউন ঘোষণা হওয়ায় তারা গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে পথে এ দুর্ঘটনার শিকার হন।
নবাবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, শ্রীনগর থানা এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেবে।