তীব্র শীতে শীতার্তদের পাশে ব্যারিস্টার মেহনাজ মান্নান

331

তীব্র শীতে শীতার্তদের পাশে দাড়িয়েছেন নবাবগঞ্জের সাবেক সাংসদ ও বস্ত্রমন্ত্রী আব্দুল মান্নানের একমাত্র সন্তান ব্যারিস্টার মেহনাজ মান্নান । দোহার ও নবাবগঞ্জ উপজেলায় তার পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত মান্নান -নিলুফা মেমরিয়াল ফাউন্ডেশন-এর পক্ষ থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে নবাবগঞ্জ ও দোহারে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মেহেরাজ মান্নান তার ব্যক্তিগত উদ্যোগে নববর্ষ ও পিতার জন্মদিন উপলক্ষ্য শীতার্থদের মাঝে প্রায় ২০০০ হাজার কম্বল বিতরণ করেন। নিউজ৩৯কে ব্যারিস্টার মেহনাজ মান্নান বলেন, আমরা জনগণের সেবার জন্য মান্নান-নিলুফা ফাউন্ডেশন তৈরি করেছি। আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা জনগনকে সেবা প্রদান করবো। আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে সমাজ সেবামূলক কাজ করবো। আমরা পর্যায়ক্রমে ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে চিৎসাসেবা দিবো ইনশাল্লাহ। এরসাথে আমার বাবার অসমাপ্ত কাজগুলো আমি শেষ করবো ইনশাআল্লাহ। সে সময় উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা বোরহান উদ্দিন, ঢাকা জেলা কৃষক দলের আহবায়ক আব্দুর রশিদ,ভিপি হারুন, আবেদ চেয়ারম্যান, পান্নু চেয়ারম্যান,তপন মোল্লা, কবির হোসেন,সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক,বিএনপি নেতা আব্দুস সালাম, আব্দুল বাতেন, হুমায়ুন মোল্লা, মোঃ সালাউদ্দিন,নাসির আহসান পলাশ, মোস্তফা কামাল,মোঃ দীপু,জাসাস সভাপতি সালাউদ্দিন বাদল,ছাত্রনেতা মইন খান তুষার,সৌরভ প্রমুখ।

আপনার মতামত দিন