ঢাকা বিসিক কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুরের সৈয়দপুরে অবস্থিত। এই বিসিক এলাকায় এবার তিতাসের গ্যাস সংযোগের কাজ শুরু হয়েছে গত মাসের মাঝামাঝি সময়ে। ১৫০ পিএফআইজি গ্যাস আসবে এই লাইন দিয়ে। নিউজ৩৯.নেট কে এই প্রোজেক্টের ওয়েলডিং সুপারভাইজার জনাব শক্কুর আলী বিশ্বাস জানান, পোস্তগোলা থেকে প্রায় ২৩ কিলোমিটার এই লাইন সংযোগ হবে। তিন মাসের মধ্যে কাজটি করার কথা থাকলেও আরো বেশি সময় লাগতে পারে। প্রোজেক্টের ইঞ্জিনিয়ার মহোদয় অনুপস্থিত থাকায় জনাব শুক্কুর আলী এই তথ্যগুলো দেন। পোস্তগোলা থেকে কেরানীগঞ্জের কদমতলী ও রুহিতপুর হয়ে সৈয়দপুর পৌঁছবে এই সংযোগ। রাস্তার ঠিক পাশ দিয়ে গর্ত করে পাইপ বসানো হচ্ছে। কিন্তু যদি কখনো রাস্তা বাড়ানোর প্রয়োজন হয় কি হবে তখন এই প্রশ্ন রয়েই যাচ্ছে জনগণের মাঝে। এদিকে ঢাকা-১ আসনের এমপি মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারী ও বিনিয়োগ খাত উপদেষ্টা জনাব সালমান এফ রহমানের নির্বাচনী ইশতিহার ছিল দোহার-নবাবগঞ্জে গ্যাস সংযোগ করে দেয়ার। তিন বছর অতিক্রম হতে চলছে নির্বাচন হওয়ার পর। কিন্তু গ্যাস সংযোগ এখনো হয়নি দোহার ও নবাবগঞ্জের কোন এলাকায়। বহু প্রতিক্ষিত এই গ্যাস সংযোগ না হলে জনাব সালমান এফ রহমান ও ক্ষমতাশীন দল নিয়ে জনগণের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। যেহেতু জনাব সালমান এফ রহমান নিজেই বলেছিলেন এবং তার সামর্থ রয়েছে এই কাজটি করে দেয়ার। একটি মাত্র কাজে পরিবর্তন হয়ে যেতে পারে দোহার-নবাবগঞ্জের জীবন যাত্রার মান ও অর্থনৈতিক অবস্থার। ঢাকা-১ আসনের জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যদি গ্যাস সংযোগ হয়ে যায়।
তিতাসের গ্যাস আসছে কেরানীগঞ্জে, দোহার-নবাবগঞ্জ কবে?
ঢাকা বিসিক কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুরের সৈয়দপুরে অবস্থিত। এই বিসিক এলাকায় এবার তিতাসের গ্যাস সংযোগের কাজ শুরু হয়েছে গত মাসের মাঝামাঝি সময়ে।
আপনার মতামত দিন