তারেক রহমানের খালাসে দোহারে বিএনপি’র আনন্দ মিছিল

273

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯.নেট :: অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নির্দোশ প্রমাণীত হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছে আদালত । আর খালাস পাওয়ায় দোহার উপজেলা বিএনপি মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল করেছে। 

আনন্দ মিছিলটি জয়পাড়া কলেজ মোড়ে মিষ্টি বিতরণ ও মিষ্টিমুখ করে। পরে নেতা-কর্মীরা কলেজ মোড় থেকে শুরু করে জয়পাড়া বাজারের ভিতর দিয়ে লটাখোলায় গিয়ে শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা তারেক জিয়া ও খালেদা জিয়ার নামে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

মিছিলে নেতৃত্ব দেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুহসিন উদ্দীন খান মাসুম, দোহার থানা জাসাস সভাপতি বজলুর রহমান পপি, জয়পাড়া কলেজের সাবেক ভিপি আতিকুর রহমান সুয়েম, স্বেচ্ছাসেবক নেতা মাসুদ দেওয়ান, জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. সেলিম দেওয়ান সহ প্রায় শতাধিক নেতা-কর্মী।

এ রায় ঘিরে দোহারে নিরাপত্তা বাহিনী নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে সতর্ক অবস্থায় ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মতামত দিন