তথ্য-প্রযুক্তির সহায়তায় বিনিয়োগ বিকাশ নিশ্চিত করতে হবে – সিটিও সম্মেলনে সালমান এফ রহমান এমপি

120
সালমান এফ রহমান
তথ্য-প্রযুক্তির সহায়তায় বিনিয়োগ বিকাশ নিশ্চিত করতে হবে - সিটিও সম্মেলনে সালমান এফ রহমান এমপি

ঢাকাঃ সিটিও সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে ঢাকা -১ আসনের সাংসদ সালমান এফ রহমান এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর যারা ক্ষমতায় আসেন তারা বাংলাদেশকে স্বনির্ভর দেশ হিসেবে দেখতে চাননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশের মানুষের জন্য যে উন্নয়ন বয়ে এনেছেন, সেটাই তার প্রমাণ উল্লেখ করে। প্রধানমন্ত্রী রুপকল্প ২০২১ ও ২০৪১-এ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের টার্গেট নির্ধারণ করেছেন এবং তা বাস্তবায়নের জন্য বিভিন্ন অবকাঠামো, যেমন অর্থনৈতিক অঞ্চল ও ডিজিটাল অবকাঠামো, তৈরিতে নেতৃত্ব দিচ্ছেন।

‘উন্নয়নের ধারা পরবর্তী পর্যায়ে নিতে হলে বাংলাদেশের প্রয়োজন বিনিয়োগ, যা নিশ্চিত করার গুরুদায়িত্ব তরুণ প্রজন্মকে পালন করতে হবে। মহান মুক্তিযুদ্ধে অর্জিত বিজয় উপভোগ করতে হলে আমাদের আরো পরিশ্রমী হতে হবে।’

আপনার মতামত দিন