ঢাকা-১ নৌকায় ভোট চেয়ে কেনেডি গমেজের প্রচারপত্র বিলি

360
কেনেডি গমেজ

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন মেট্রো আওয়ামীলীগের সহ-সভাপতি যোসেফ কেনেডি গমেজ। শনিবার তিনি নবাবগঞ্জের হাসনাবাদ ও বান্দুরা গ্রামে গণসংযোগ করেন। এসময় তিনি নৌকায় ভোট চেয়ে প্রচারপত্র বিলি করেন।

শনিবার বেলা সাড়ে ১২টায় হাসনাবাদ জপমালা রানীর গির্জার ফাদার টমাস ম্যাক্সওয়েল হাতে প্রচারপত্র তুলে দিয়ে প্রচারণা শুরু করেন। পরে পেরিস কমিটির সাথে মিলিত হোন। এরপর তিনি গ্রাম ঘুরে ভোটারদের কাছে গিয়ে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট ও সমর্থন চান। এসময় তার সাথে ছিলেন- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নবী বাকী, সহ-সভাপতি হুমায়ুন কবির, আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম মাসুম, দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজীব শরীফ, পেরিস কমিটির নেতা- এন্থনী ডি কস্তা, রতন ডি কস্তা, বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা শুভ সরকার প্রমূখ। উল্লেখ্য, ঢাকা-১ আসনের মনোনয়ন সংগ্রহের পর গত ১২ নভেম্বর তিনি রাজধানী ধানমন্ডির দলীয় কার্যালয়ে দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের হাতে মনোনয়নপত্র জমা দেন।

আপনার মতামত দিন