ঢাকা-১ এর আসন ভাগের শুনানি আজ বুধবার

771

বহুল আলোচিত ঢাকা-১ সংসদীয় আসন ভাগ নিয়ে নির্বাচন কমিশনে আজ বুধবার শুনানির দিন নির্ধারন করা হয়েছে। দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঢাকা-১ সংসদীয় আসন আলাদা করার জন্য আজ সকাল ১০টায় শুনানির দিন ধার্য করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

আসন ভাগ করার জন্য আবেদনকারী গ্র্যাজুয়েট এস্যোসিয়েশন অব দোহারের প্রতিষ্ঠাকালিন সভাপতি আইয়ুব আলী ও ঢাকা-২ এর সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ নিউজ৩৯ এ এই তথ্য জানান। বুধবার সকাল ১০ টা থেকে শুরু হওয়া এই শুনানিতে অংশ গ্রহন করার জন্য দোহার-নবাবগঞ্জের সকল নাগরিকদের আহবান জানিয়েছেন  আইয়ুব আলী ও হারুন অর রশিদ।

আপনার মতামত দিন