ঢাকা ১ আসনে আ.লীগ, জাপাসহ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র জমাদান

280

আসিফ শেখ ♦ ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনে সর্বদলীয় নির্বাচনী সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান জেলা রির্টানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেন ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম সেন্টু।


উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,সোমবার দুপুর সাড়ে ১২ টায় জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম, দুপুর ১ টায় আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম সেন্টু  উপজেলা নির্বাহী অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দেন।
এসময় উপজেলা নির্বাচন অফিসার ও বিভিন্ন নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন