ঢাকা- ১ আসনের জন্য নির্মল রঞ্জন গুহ’র মনোনয়ন ফরম ক্রয়

    422

    ঢাকা- ১ আসনের জন্য নির্মল রঞ্জন গুহ’র মনোনয়ন ফরম ক্রয় করেছেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ। শুক্রবার বিকালে তার পক্ষে তার নেতা-কর্মিরা তার মনোনয়ন ফরম ক্রয় করেন।

    এই ব্যাপারে নির্মল রঞ্জন গুহ নিউজ৩৯কে বলেন, নেত্রী আমাকে মনোনয়ন দিলে আমি শতভাগ নিশ্চিত এই আসন নেত্রীকে উপহার দিতে পারবো। আমাকে মনোনয়ন দিলে কোন দলীয় ভেদাভেদতো থাকবেই না, উপরন্তু দোহার নবাবগঞ্জের সকল দল-মত-নির্বিশেষে শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা ও ভোট আমি পাবো বলে আমি বিশ্বাস রাখি। বিগত ১০ বছর আমি মাঠে আছি, আমি এখানকার সবার ঘরের ছেলে, আমি তাই আশা করি আমি নির্বাচনে জয়ী হব ইনশাল্লাহ। পদ্মাবাধের বিল পাশ, দোহারের স্কুল-কলেজ মাদ্রাসার অনুদান ও বিভিন্ন অবকাঠামোর ক্ষেত্রে আমার অবদানসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন মূলক কাজে আমি নেত্রীর নির্দেশে আছি, ছিলাম ও থাকবো। তাই নেত্রী আমাকে আশা করছি এবার মূল্যায়ন করবেন।

    আপনার মতামত দিন