ঢাকা-১৭ আসনে একটি তামাশার নির্বাচন হয়েছে: ফখরুল

20
ঢাকা-১৭ আসনে একটি তামাশার নির্বাচন হয়েছে: ফখরুল

সোমবার ঢাকা-১৭ আসনে একটি তামাশার নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরও বলেন, “এ থেকে প্রমাণিত হয়, এ সরকারের অধীনে কোনও অবাধ ও সুষ্ঠু নির্বাচনে হতে পারে না।”
মঙ্গলবার পদযাত্রা শুরুর আগে রাজধানীর গাবতলীতে সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। বেলা সাড়ে ১১টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে বিএনপির এই পদযাত্রা শুরু হয়।
পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, বিএনপি নেতা আব্দুল কাদের ভূঁইয়া, নাজিম উদ্দিন, যুবদলের সিনিয়র সভাপতি মামুন হাসান, ঢাকা উত্তর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করছেন আমিনুল হক।

আপনার মতামত দিন