ঢাকা -১০ আসনে বিএনপি’র প্রার্থী নবাবগঞ্জের আব্দুল মান্নান

    2740

    এবার ঢাকা-১০ আসনে বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল মান্নানের ধানের শীষের মনোনয়ন নিশ্চিত হয়েছেন। তিনি আগে  নবাবগঞ্জ থেকে তিনবার এমপি হয়েছেন। আব্দুল মান্নান, সাবেক বেসামরিক বিমান ও বস্ত্র প্রতিমন্ত্রী। বর্তমানে বিএনপি’র সহ-সভাপতি। পড়ালেখা করেছেন যুক্তরাজ্যের লণ্ডনে। তিনি একজন FCMA(UK), FCMA, CGMA। মাত্র ৩৬ বছর বয়সে হয়েছিলেন বিমানের এমডি। ছিলেন একজন সরকারি আমলা। পরবর্তীতে রাজনীতিতে এসেছেন, ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নবাবগঞ্জের তথা ঢাকা জেলা বিএনপি’র রাজনীতিতে একজন অভিজ্ঞ ও প্রবীন মুখ।

    নিউজ৩৯ কে তিনি বলেন, আমি মনে করি, ঢাকা-১০ থেকে দল আমাকে মনোনয়ন দিয়েছে, এবার আমার -জনগণের ও দলের আস্থার প্রতিদান দেয়ার পালা।  ইনশাল্লাহ আমি ১০০ শতভাগ আশাবাদী যে সারাদেশসহ এই  আসনে ধানের শীষে যে জোয়ার এসেছে তাতে এই আসন আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি উপহার দিবো, ইনশাল্লাহ।

    আপনার মতামত দিন