ঢাকা বিভাগীয় ঢাকা-ফরিদপুর আন্তজেলা মৈনট ঘাটের শুভ উদ্ভোধন

1177
ঢাকা বিভাগীয় ঢাকা-ফরিদপুর আন্তজেলা মৈনট ঘাটের শুভ উদ্ভোধন

ঢাকা বিভাগীয় (ঢাকা-ফরিদপুর) আন্তজেলা ঘাট মৈনট ঘাটের শুভ উদ্ভোধন করা হয়েছে। আই ঘাট উদ্ভোধন উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আধুনিক দোহারের রুপকার সাবেকমন্ত্রী, জাতীয় জোট-বিএনএ ও তৃণমূল বিএনপি ও বিএনএ চেয়ারম্যান, ব্যারিস্টার নাজমুল হুদা। এছাড়া উপস্থিত ছিলেন ঘাটের ইজারা প্রাপ্ত প্রতিষ্ঠান ডলি কন্সট্রাকশনের কর্নধার মো: নাসির কন্ট্রাক্টর।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়নের  চেয়ারম্যান  তোফাজ্জল হোসেন মুন্সী ,চর ঝাউকান্দা ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেন মৃধা , দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, বাসার মুন্সী, বজলু মৃধা ,আক্কাস খান, কামাল মোরল, গিয়াস উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে দোয়া পরিচালন করেন হাফেজ কবির হুসাইন ।

আপনার মতামত দিন