ঢাকা বান্দুরা মহাসড়কে অপরিকল্পিত ভাবে গড়ে ওঠা ৩০টি স্পিড ব্রেকার অবশেষে ভেঙ্গে ফেলা হল। ভ্রাম্যমান আদালত ঢাকা-বান্দুরা মহাসড়কের বক্সনগর মহাসড়রেকর অপরিকল্পিত স্পিড ব্রেকার অবশেষে ভেঙ্গে ফেলা হয়েছে। ভোগান্তির পর সাধারন জনগণের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হল।
গত ১৩ ফেব্রয়ারি বেলা ১১টা হতে সন্ধ্যা পর্যন্ত স্পিড ব্রেকার অপসারনের কাজ চলে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজীজ হায়দার ভূইয়ার নেতৃত্বে ২ প্লাটুন পুলিশ, সড়ক ও জনপথের কর্মকর্তা উপস্থিত থেকে ৩০টি স্পিড ব্রেকারের অপসারনের কাজ শুরু করে। অপরিকল্পিত ভাবে নির্মিত এ স্পীড ব্রেকারের কারণে যত্রতত্র দূর্ঘটনার শিকার হতো পথচারী ও সাধারন যাত্রীরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হান্নান উদ্দিন, কেরাণীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জাকারিয়া, ওসি (তদন্ত) মোঃ আজিজুর রহমান, বকসনগর ইউপি চেয়ারম্যান এরশাদ আল মামুনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।