ঢাকা প্রিমিয়ার লিগের নতুন দল শাইনপুকুর ক্রিকেট ক্লাবঃ অধিনায়ক মাশরাফি

1220

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করলো শাইনপুকুর ক্রিকেট ক্লাব।ঢাকা ডায়নামাইটসের মালিকদেরই শাইনপুকুর ক্রিকেট ক্লাব। দলে তরুণের আধিক্য, শিরোপা জয়ই একমাত্র লক্ষ্য। বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেনকে দলে টেনেছে শাইনপুকুর। ম্যাশের নেতৃত্ব গুণ দলকে উজ্জীবিত রাখবে, তরুণেরা পাবে সাহস।প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয়ে এবারই প্রথম প্রিমিয়ার লিগে উঠে এসেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এসে শুরুতেই বাজিমাত করল তারা। লটারি ভাগ্যে পেয়ে গেল বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।

শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্লেয়ার্স ড্রাফটে লটারি ভাগ্যে সবার আগে নাম উঠায় প্রথম ডাকের সুযোগ পায় ক্লাবটি। প্রথম ডাকেই মাশরাফিকে দলে নিয়ে নেয় তারা।

অনূর্ধ্ব ১৯ দলের একাধিক ক্রিকেটার খেলবেন শাইনপুকুরে। পরিচিত মুখও আছে দলে। সাদমান, আফিফ, সাইফউদ্দীনকে ভালোই চেনা শাইনপুকুর ক্রিকেট ক্লাবের কোচ ফয়সাল হোসেন ডিকেন্সের।তরুণদের অন্তভূক্তি দলকে সাফল্য এনে দেবে বলে বিশ্বাস ক্লাব কর্তৃপক্ষের।প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে ওঠা শাইনপুকুর ক্রিকেট ক্লাবের প্রায় সব ক্রিকেটারই বেড়ে ওঠা রাজশাহীর ক্রিকেট একাডেমী – বাংলা ট্র্যাক একাডেমির।

দল গড়ে সন্তুষ্ট শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ভাইস-চেয়ারম্যান ওবায়েদ আর নিজাম। প্রত্যাশা অনুযায়ী দল হওয়ায় শিরোপার দিকে চোখ রাখছেন তিনি।দলে টেনেছে অভিজ্ঞ ক্রিকেটারদের। আর একেবারের তরুণ দল সাথে অধিনায়ক মাশরাফী জাদুতে চমক দিতে চায় নবাগত শাইনপুকুর।

অন্য খবর  আল-আমিন বাজারে বাস-নসিমন সংঘর্ষে নিহত ১

শাইনপুকুর ক্রিকেট ক্লাব : মাশরাফি বিন মুর্তজা, রায়হান উদ্দিন, তৌহিদ তারেক খান, নাঈম ইসলাম জুনিয়র, ফারদিন হাসান অনি, আলী আহমেদ মানিক, সুজন হাওলাদার, আফিফ হোসেন, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন, শুভাগত হোম, তৌহিদ হৃদয়।

আপনার মতামত দিন