ঢাকা পর্যন্ত সরকারি এ্যাম্বুলেন্স ভাড়া ১৮০০টাকাঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

47

মো আল-আমিন; স্টাফ রিপোর্টার, news39.net: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন- দোহারের উদ্যোগে ঢাকা পর্যন্ত সরকারি এ্যাম্বুলেন্স ভাড়া ১৮০০টাকা করা হয়েছে। এ সময় প্রতিনিধিদের সাথে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তাদের সাথে যৌথ মিটিংয়ে চমৎকার কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্তসমূহ নিম্নরুপঃ

(১) মানি রিসিট ছাড়া হাসপাতালে কোনো প্রকার লেনদেন হবে না।
(২) সাধারণ ড্রেসিং করাতে কোনো টাকা লাগবে না।
(৩) ঢাকা পর্যন্ত সরকারি এম্বুলেন্স ভাড়া ১৮০০ টাকা।
(৪) কোনো ডাক্তার অফিস সময়ে অন্য কোনো প্রাইভেট হসপিটালে প্রাক্টিস করতে পারবে না।
(৫) কোনো কর্মকর্তা পেশেন্টের সাথে খারাপ আচরণ করতে পারবে না।
(৬) একমাসের মধ্যেই এক্সরে মেশিনের ব্যবহার নিশ্চিত করবে।
(৭) পেশেন্ট ক্রিটিকাল হলেও অন্তত প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে ঢাকায় পাঠাতে হবে।
(৮) বৈকালিক সেবায় টেস্ট সার্ভিস চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
(৯) ওষুধ কোম্পানির কর্মকর্তারা শুধুমাত্র শনি ও মোঙ্গলবারে হসপিটালে আসতে পারবে।
(১০) হস্পিটালের আশেপাশে কিংবা অভ্যন্তরে কোনো দালাচক্র ঘুরাঘুরি করতে পারবে না।
(১১) ডায়াবেটিস পরীক্ষার চার্জ ৬০ টাকা মাত্র।
(১২) রোগী দেখার ব্যাপারে কোনো স্বজনপ্রীতি করা হবে না।
(১৩) ডাক্তারের টেবিলে ওষুধ কোম্পানির লগো সম্বলিত কোনো সিল থাকবে ন।
(১৪) অভিযোগ বক্স নিশ্চিত করা হবে। এবং প্রত্যেক শনিবার ছাত্রপ্রতিনিধিদের কে সাথে নিয়ে অভিযোগ বক্স খোলা হবে। এবং সমস্যা নিরুপায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
(১৫) হাসপাতাল থেকে কী কী ঔষধ ও সেবা প্রদান করা হয়, সেগুলোর তালিকা প্রকাশ করে হাসপাতালের দেয়ালে টানিয়ে দেয়া হবে।
(১৬) ডাক্তার, নার্স কিংবা হস্পিটাল কর্তৃপক্ষের সাথে কেউ দুর্ব্যবহার করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন