ঢাকার দোহারে উপজেলায় নৌ-যান ব্যবসা সমৃদ্ধি ঐক্য পরিষদের উদ্যেগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজশনিবার বিকেলে দোহার উপজেলার নারিশা ইউনিয়নে ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের নিজ বাড়িতে এ সভা অনষ্ঠিত হয়। আলোচনা সভায় মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ইঞ্জিনিয়ার মেহবুব কবির নেতৃত্বাধীন ‘বিসিভোওএ’ নিবার্চনে জয়যুক্ত করতে সবাই বদ্ধ পরিকর হন। আলোচনা সভায় বক্তারা সাবেক কমিটির কো-কনভেনার ডাবলুবিটিসি নুরুল হক বেপারীর অনৈতিক সুবিধা ও মুনাফা কামিয়ে সবাইকে ঠকানোর নায়ক হিসাবে আক্ষায়িত করা হয়।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা- খোরশেদ আলম সাবেক ভাইস প্রেসিডেন্ট বিসিভুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মাহাবুব উদ্দিন আহমেদ সাবেক সভাপতি বিসিভুয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মেহবুব কবির। অতিথিবৃন্দ- মাসুদ করিম সাবেক যুগ্ম সম্পাদক বিসিভুয়া, শ্রী লক্ষণ চন্দ্র ধর সাবেক সিনিয়র সহ-সভাপতি বিসিভুয়া, মোহাম্মদ আলী সাবেক সম্পাদক বিসিভুয়া, রফিকুল আলম দিপু রিভার ট্রান্সপোর্টের সভাপতি, রেজাউল করিম বিএফএ এর সহ-সভাপতি, মো. আলী হোসেন আলী, একেএম সামসুজ্জামান রাসেল, আনিসুর রহমান সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বরিশাল, আ. মতিন তালুকদার, মোশাররফ হোসেন, মো. আলমগীর হোসেন, মশিউর রহমান প্রমূখ।