নবাবগঞ্জে চলছে ৪র্থ ঢাকা জেলা স্কাউট সমাবেশ-২০১২

961

স্টাফ রিপোর্টার♦ নবাবগঞ্জে কলাকোপা কোকিল প্যারী উচ্চ বিদ্যালয়ে চলছে ৪র্থ ঢাকা জেলা স্কাউট সমাবেশ ২০১২। বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা আয়োজিত এই সমাবেশ গত ২০ জানুয়ারী শুরু হয়, চলবে ২৪ জানুয়ারী পর্যন্ত।

সমাবেশে ঢাকা জেলার ৪৪টি বিদ্যালয়ের প্রায় আট শতাধিক স্কাউট অংশ নিয়েছে। তাদের প্রতিদিন কাটছে বিভিন্ন স্কাউট কার্যক্রমের মাধ্যমে।

সকালে কুচকাওয়াজএর মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। তারপর বিভিন্ন কলাকৌশল প্রদর্শন, দুপুরের রান্নার আয়োজন সহ সারাদিন বিভিন্ন কাজের মধ্য দিয়ে অতিবাহিত হয়ে যায়।

সমাবেশে ৪৪ টি বিদ্যালয় অংশগ্রহন করলেও ৬৬ টি বিদ্যালয়ের অংশ গ্রহন করার কথা ছিল।

https://lh6.googleusercontent.com/-G_y4a34S9y4/TxvA8MdOFCI/AAAAAAAAAv0/Df6_TBliank/s512/MD.JAKIR%252520HOSSAIN1102.jpg

আফাজউদ্দিন স্কুল ও কলেজের গেট

https://lh3.googleusercontent.com/-M7ZMFzP6BOs/TxvHevW9fBI/AAAAAAAAAwA/xdEnI6hszsU/s600/MD.JAKIR%252520HOSSAIN1103.jpg

ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের গেট

https://lh6.googleusercontent.com/-6Ovc332P-bw/TxvHodEJSrI/AAAAAAAAAwI/sSsmDiwsphw/s600/MD.JAKIR%252520HOSSAIN1104.jpg

স্কাউট কার্যক্রম

https://lh4.googleusercontent.com/-mUC817lpkC0/TxvHyyY5EWI/AAAAAAAAAwQ/2DWhxD6BFsM/s600/MD.JAKIR%252520HOSSAIN1106%2525282%252529.jpg

স্কাউট কার্যক্রম

আপনার মতামত দিন