ঢাকা জেলা যুব ফুটবলে ঢাকা মহানগর চ্যাম্পিয়ন

205

ঢাকা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত যুব ফুটবলে ঢাকা মহানগর দল জেলা চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার বিকালে ঢাকার নবাবগঞ্জ পাইলট স্কুল ও কলেজের মাঠে ফাইনাল খেলায় সাভার উপজেলা দলকে ১-০ গোলে পরাজিত করে ঢাকা মহানগর দল জেলা চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী গোলাম কুদ্দুস নবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালালউদ্দিন, নবাবগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজা, ঢাকা জেলার কোচ আবুল হোসেন প্রমূখ।গত ২০ ডিসেম্বর থেকে নবাবগঞ্জ উপজেলায় শুরু হওয়া যুব ফটবলে ঢাকা জেলার দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার, ধামরাই উপজেলা ও ঢাকা মহানগর দল প্রতিদ্বন্দ্বিতা করে।

আপনার মতামত দিন