ঢাকা জেলা বিএনপির কমিটিতে দোহারের ৯ জন

897

সদ্য ঘোষিত ঢাকা জেলা বিএনপির কমিটিতে স্থান পেয়েছেন দোহারের ৯ রাজনীতিবীদ। ঢাকা জেলার বিএনপির ৪৯ জনের সদ্য ঘোষিত কমিটিতে স্থান পেয়েছেন দোহারের বিএনপির ৯ জন।
সদ্য ঘোষিত ঢাকা জেলা বিএনপির দপ্ত সম্পাদক নির্বাচিত হয়েছেন দোহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট মনির হোসেন রানা। নয়াবাড়ি ইউনিয়নের এই বিএনপি নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে থাকা অবস্থায় আছেন বিএনপির সাথে।
এছাড়া ৫ নং সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন দোহার উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ।
এছাড়া প্রধান যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন জয়পাড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম নির্বাচিত ভিপি আহসান হাবীব নওয়াব। জয়পাড়া বিশ্ববিদ্যায়ের ছাত্র সংসদের প্রথম নির্বাচিত ভিপি আহসান হাবীব নওয়াব ছাত্র জীবন থেকেই সক্রিয় ছিলেন ছাত্রদলের রাজনীতিতে।
এছাড়া ৫নং যুগ্ম সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইউনিয়ন পরিষদ বিতর্কিদ ভূমিকা রাখা দোহার উপজেলা বিএনপির অব্যাহতি পাওয়া সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ভুলু।
এছাড়া ১২ নং যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ।
এছাড়া ৬ নং সহ সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন দোহারের মাহমুদপুর ইউনিয়নের নাজিম উদ্দিন চৌধুরী।
এছাড়া ৪ নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন।
আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন দোহারের অ্যাডভোকেট আবু তালেব শিকদার।
তথ্য ও গবেষনা সম্পাদক নির্বাচিত হয়েছেন নিকড়ার নজরুল ইসলাম।

আপনার মতামত দিন