ঢাকা জেলা পরিষদে দূর্নীতি মুক্ত উন্নয়ন হবে; মাহবুবুর রহমান

940

ঢাকা জেলা পরিষদে দূর্নীতি মুক্ত উন্নয়নের ঘোষণা দিলেন পরিষদের মাহবুবুর রহমান। গতকাল ৩০ মার্বৃচ হস্পতিবার বিকালে নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ গ্রামে আয়োজিত আওয়ামীলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন।

মাহবুবুর রহমান বলেন, দীর্ঘ ২৫বছর রাজনীতি করেছি। কোন কিছু পাওয়ার জন্য নয়। জননেত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি যতো দিন আছি, জেলা পরিষদের প্রকল্পে কোন রকমের অনিয়ম ছাড় দেয়া হবে না। তিনি বলেন, বিগত সময়ে জেলা পরিষদের অর্থ বরাদ্ব নিয়ে দূর্নীতি হয়েছে। নামে বেনামে অর্থ আত্মসাৎ হয়েছে। তাই প্রতিটি প্রকল্পে তিনস্তরে তদন্ত টিম নিয়োগ দেয়া হয়েছে। অনিয়মকারীরা সাবধান।

স্থানীয় বাসিন্দা ও ফ্রান্স আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা মো. হাসান ইকবাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন, নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান, আমজাদ হোসেন আজাদ, আওয়ামীলীগ নেতা- সেলিম আহমেদ সেন্টু, মো. সাহাবউদ্দিন, সুকুমার হালদার, মো. আইয়ুব আলী, ছাত্রলীগ নেতা রাসেল পারভেজ, জিকু দেওয়ান, মো. উজ্জল প্রমূখ।

আপনার মতামত দিন