ঢাকা জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের কমিটি গঠনঃ জাকির সভাপতি, শামীম সেক্রেটারী

1313

নিউজ৩৯ঃ বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদুর রহমান সজল ও সাধান সম্পাদক মাহমুদা মুস্তাকিমা রুবি এবং ঢাকা বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শেখ নূর ইসলাম মানিক এর উপস্থিতিতে বিগতো ২২.০৭.২০১৮ ঢাকা জেলা দক্ষিণ এর কমিটি অনুমোদন দেন জাকির আহম্মেদ কে সভাপতি ও মো. শামীম ( শিপলু) কে সাধারণ সম্পাদক, সহ- সভাপতি এস এম সালাউদ্দিন, শেখ মোহাম্মদ আব্দুর রহিম, সবুজ মোড়ল, শেখ মোহাম্মদ আব্দুর রহিম, পবির কুমার পাল, সাংগঠনিক সম্পাদক মোমতাজ বেগম,যুগ- সম্পাদক এডভোকেট ইভো, এ্যাডভোকেট নিগার সুলতানাকে নির্বাচিত করা হয়েছে।

আপনার মতামত দিন