ঢাকা জেলার শ্রেষ্ঠ সেবা প্রদানকারী ইউনিয়ন শিকারীপাড়া

224

ঢাকা জেলা সেরা সেবা প্রদানকারী ইউনিয়ন পরিষদ ক্যাটাগরীতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে পুরুস্কৃত করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে তিনদিন ব্যাপী আয়োজিত মেলার সমাপনী দিনে এ ঘোষণা দেয়া হয়।

ঢাকা জেলার ৫টি উপজেলার ৬২টি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার মেলায় অংশগ্রহণ করে। শ্রেষ্ঠ সেবা প্রদানকারী ইউনিয়ন হিসেবে শিকারীপাড়া ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সজল কুমার দাস ও কাজী জসিম উদ্দিনের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী। এই সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান পিপিএম (বার) বিপিএম।

আপনার মতামত দিন