ঢাকায় আ’লীগ-বিএনপির লড়ছেন যারা

244

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনের মধ্যে ১০টিতে আ’লীগ-বিএনপির প্রার্থী মুখোমুখি লড়াইয়ে নামছেন। শুক্রবার (৭ ডিসেম্বর) প্রকাশ করা এ তালিকা অনুযায়ী এ তথ্য পাওয়া যায়। আজ বাকি আসনের ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ঘোষণা হবে।

ঢাকা-১:

সালমান এফ রহমান (আওয়ামী লীগ প্রার্থী)

অ্যাডভোকেট সালমা ইসলাম (বর্তমান এমপি, জাতীয় পার্টি)

ঢাকা-২:

কামরুল ইসলাম (আওয়ামী লীগ প্রার্থী)

ইরফান ইবনে আমান (বিএনপি প্রার্থী)

ঢাকা-৩:

নসরুল হামিদ বিপু (আওয়ামী লীগ প্রার্থী)

গয়েশ্বর চন্দ্র রায় (বিএনপি প্রার্থী)

ঢাকা-৪:

সালাউদ্দিন আহমেদ (আওয়ামী লীগ প্রার্থী)

সৈয়দ আবু হোসেন (বিএনপি প্রার্থী)

ঢাকা-৫:

হাবিবুর রহমান মোল্লা (আওয়ামী লীগ প্রার্থী)

ঢাকা-৬:

কাজী ফিরোজ রশীদ (আওয়ামী লীগ প্রার্থী)

ঢাকা-৭:

হাজী সেলিম (আওয়ামী লীগ প্রার্থী)

ঢাকা-৮:

রাশেদ খান মেনন (আওয়ামী লীগ প্রার্থী)

মির্জা আব্বাস (বিএনপি প্রার্থী)

ঢাকা-৯:

সাবের হোসেন চৌধুরী (আওয়ামী লীগ প্রার্থী)

ঢাকা-১০:

ফজলে নূর তাপস (আওয়ামী লীগ প্রার্থী)

আবদুল মান্নান (বিএনপি প্রার্থী)

ঢাকা-১১:

একেএম রহমতুল্লাহ (আওয়ামী লীগ প্রার্থী)

শামীম আরা বেগম (বিএনপি প্রার্থী)

ঢাকা-১২:

আসাদুজ্জামান খান কামাল (আওয়ামী লীগ প্রার্থী)

অন্য খবর  বইয়ের ফেরিওয়ালা নির্মল রঞ্জন গুহঃ চলছে অবিরাম বই বিতরণ

সাইফুল আলম নীরব (বিএনপি প্রার্থী)

ঢাকা-১৩:

সাদেক খান (আওয়ামী লীগ প্রার্থী)

আবদুস সালাম (বিএনপি প্রার্থী)

ঢাকা-১৪:

আসলামুল হক (আওয়ামী লীগ প্রার্থী)

ঢাকা-১৫:

কামাল আহমেদ মজুমদার (আওয়ামী লীগ প্রার্থী)

ঢাকা-১৬:

ইলিয়াস উদ্দিন মোল্লা (আওয়ামী লীগ প্রার্থী)

মো. আহসান উল্লাহ হাসান (বিএনপি প্রার্থী)

ঢাকা-১৭:

চিত্রনায়ক ফারুক (আওয়ামী লীগ প্রার্থী)

এস এম আবুল কালাম আজাদ (বিএনপি প্রার্থী)

ঢাকা-১৮:

সাহারা খাতুন (আওয়ামী লীগ প্রার্থী)

ঢাকা-১৯:

ডা. এনামুর রহমান (আওয়ামী লীগ প্রার্থী)

ডা. দেওয়ান মো. সালাউদ্দিন (বিএনপি প্রার্থী)

ঢাকা-২০:

বেনজীর আহমেদ (আওয়ামী লীগ প্রার্থী)

তমিজউদ্দিন (বিএনপি প্রার্থী)

আপনার মতামত দিন