ঢাকার অর্ধেকের বেশি আসনে আওয়ামী লীগের নতুন মুখ

487

ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩ টিতেই নতুন মুখ আনতে যাচ্ছে আওয়ামী লীগ। একাধিক জরিপ, বিগত সময়ে বিভিন্ন এমপির কর্মকাণ্ড পর্যালোচনা করে এবং বার্ধক্য জনিত কারণে বর্তমানে এমপি অথবা গতবার নৌকা প্রতীকে নির্বাচন করেছেন এমন অনেককে মনোনয়ন দেওয়া হচ্ছে না।

আওয়ামী সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার আসনগুলোতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। আওয়ামী লীগ সভাপতির নির্দেশ অনুযায়ী ঢাকার আসনগুলোর মধ্যে ৬৫ শতাংশ ক্ষেত্রেই নতুন মুখ আসছে বলে জানা গেছে।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ঢাকায় নতুন মুখ নির্বাচনের ক্ষেত্রে পরিচিত মুখ ও ব্যবসায়ীরা প্রাধান্য পাবে। এছাড়া আওয়ামী লীগের নীতি নির্ধারক পর্যায় থেকে সিদ্ধান্ত হয়েছে, এবার ঢাকার মধ্যে জাতীয় পার্টিকে (জাপা) কোনো আসন দেওয়া হবে না। শুধু একটি ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে সেটি হলো ঢাকা-৬। সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে হয়তো ছাড় দেওয়া হতে পারে। এর বাইরে সব আসনই আওয়ামী লীগ রাখতে চায়।

ঢাকার আসনগুলোতে আওয়ামী লীগের আসন বিন্যাস হতে পারে এমন:

ঢাকা ১ (১৭৪ তম সংসদীয় আসন)

বর্তমান এমপি: সালমা ইসলাম (জাতীয় পার্টি)

এলাকা: ঢাকা-১ আসনটি ঢাকা জেলার দোহার উপজেলা ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী: গতবার এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন আবদুল মান্নান খান। এবার তিনি আর মনোনয়ন তাঁর স্থলে মনোনয়ন পেতে পারেন বেক্সিমকো গ্রুপের সালামন এফ রহমান।

ঢাকা ২ (১৭৫ তম সংসদীয় আসন)

বর্তমান এমপি: মো. কামরুল ইসলাম (আওয়ামী লীগ)

ঢাকা-২ আসনটি ঢাকা জেলার সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়ন, তেঁতুলঝোড়া ইউনিয়ন ও ভাকুর্তা ইউনিয়ন, কেরানিগঞ্জ উপজেলার কিছু অংশ, ঢাকা মেট্রোপলিটন কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানার সুন্দরগঞ্জ ইউনিয়ন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ড নিয়ে গঠিত।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী: এই আসনে বর্তমান এমপি অ্যাডভোকেট কামরুল ইসলামই আবার মনোনয়ন পেতে পারেন।

ঢাকা ৩ (১৭৬ তম সংসদীয় আসন)

বর্তমান এমপি: নসরুল হামিদ (আওয়ামী লীগ)

ঢাকা-৩ আসনটি ঢাকা জেলার কেরানিগঞ্জ উপজেলার জিনজিরা, আগানগর, তেঘরিয়া কোন্ডা ও শুভাঢ্যা এই ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী: ঢাকা-২ এর মতো এই আসনেও বর্তমান এমপি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদকেই মনোনয়ন দেওয়া হতে পারে।

ঢাকা ৪ (১৭৭ তম সংসদীয় আসন)

বর্তমান এমপি: সৈয়দ আবু হোসেন (জাতীয় পার্টি)

ঢাকা-৪ আসনটি ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪ নং ওয়ার্ড এবং ঢাকা মেট্রোপলিটন শ্যামপুর থানার শ্যামপুর ইউনিয়ন নিয়ে গঠিত।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী: ২০০৮ সালে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল বর্তমানে সংরক্ষিত মহিলা আসন-২৪ এর এমপি সানজিদা খানম। এবার এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগ সভাপতির সাবেক সহকারী একান্ত সচিব ড. আওলাদ হোসেন এগিয়ে আছেন। তবে আওলাদ হোসেনও শেষ পর্যন্ত পাবেন কিনা নিশ্চিত নয়। তিনি না হলে এই আসনেও আসছে অন্য নতুন মুখ।

ঢাকা ৫ (১৭৮ তম সংসদীয় আসন)

বর্তমান এমপি: হাবিবুর রহমান মোল্লা (আওয়ামী লীগ)

এটি ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮, ৪৯,ও ৫০ নং ওয়ার্ড এবং ঢাকা মেট্রোপলিটনের ডেমরা ইউনিয়ন, দনিয়া ইউনিয়ন, মাতুয়াইল ইউনিয়ন ও সারুলিয়া ইউনিয়ন নিয়ে গঠিত।

অন্য খবর  নারিশা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী: এই আসনে বর্তমান এমপি হাবিবুর রহমান মোল্লা মনোনয়ন পাচ্ছেন না। পরিবর্তন করে এই আসনেও নতুন মুখ আনছে আওয়ামী লীগ। আর এই নতুন মুখ ব্যবসায়ী হওয়ার সম্ভাবনাই বেশি।

ঢাকা ৬ (১৭৯ তম সংসদীয় আসন)

বর্তমান এমপি: কাজী ফিরোজ রশীদ (জাতীয় পার্টি)

ঢাকা-৬ আসন ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৩, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী: এটি ছিল বর্তমান ঢাকা দক্ষিণ মেয়র সাঈদ খোকনের সিট। গতবার এই আসন দেওয়া হয়েছিল জাতীয় পার্টিকে। এবার এখানে নতুন মুখ আনতে পারে আওয়ামী লীগ।

ঢাকা ৭ (১৮০ তম সংসদীয় আসন)

বর্তমান এমপি: হাজী মোঃ সেলিম (স্বতন্ত্র)

ঢাকা-৭ আসনটি ঢাকা জেলার লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি থানা নিয়ে গঠিত।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী: অসুস্থতার কারণে হাজী সেলিম আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন না। মোস্তফা জালাল মহিউদ্দিন গতবার নৌকা প্রতীকে নির্বাচন করেছে। এবার তিনিও মনোনয়ন পাচ্ছেন না। এখানেও নতুন মুখ আসতে পারে।

ঢাকা ৮ (১৮১ তম সংসদীয় আসন)

বর্তমান এমপি: রাশেদ খান মেনন (বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি)

ঢাকা-৮ আসনটি ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ০৮, ০৯, ১০, ১১, ১২, ১৩, ১৯, ২০, ২১ নং ওয়ার্ড নিয়ে গঠিত।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী: এবারও এই আসনটি ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননকে দেওয়া হতে পারে।

ঢাকা ৯ (১৮২ তম সংসদীয় আসন)

বর্তমান এমপি: সাবের হোসেন চৌধুরী (আওয়ামী লীগ)

ঢাকা-৯ আসনটি ঢাকা মেট্রপলিটন খিলগাঁও ও সবুজবাগ থানাধীন নাসিরাবাদ ইউনিয়ন, দক্ষিণগাঁও ইউনিয়ন ও মাণ্ডা ইউনিয়ন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬ ও ০৭ নং ওয়ার্ড নিয়ে গঠিত।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী: বর্তমান এমপি সাবের হোসেন চৌধুরীকেই মনোনয়ন দেওয়া হতে পারে।

ঢাকা ১০ (১৮৩ তম সংসদীয় আসন)

বর্তমান এমপি: শেখ ফজলে নূর তাপস (আওয়ামী লীগ)

ঢাকা-১০ আসনটি ঢাকা শহরের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ২২ নং ওয়ার্ড নিয়ে গঠিত।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী: বর্তমান এমপি শেখ ফজলে নূর তাপসই সব জরিপে এগিয়ে। তাই এই আসনে তাঁকেই আবার মনোনয়ন দেওয়া হতে পারে।

ঢাকা ১১ (১৮৪ তম সংসদীয় আসন)

বর্তমান এমপি: এ কে এম রহমতুল্লাহ্ (আওয়ামী লীগ)

ঢাকা-১১ আসনটি ঢাকা মেট্রপলিটন বাড্ড থানা ও ভাটারা থানাধীন বেরাইদ ইউনিয়ন ভাটারা ইউনিয়ন ও সাঁতারকুল ইউনিয়ন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১, ২২ ও ২৩ নং ওয়ার্ড নিয়ে গঠিত।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী: বর্তমান এমপি এ কে এম রহমতুল্লাহ্‌র এবার মনোনয়ন না পাওয়ার সম্ভাবনাই বেশি। এখানেও নতুন মুখ আনতে পারে আওয়ামী লীগ।

ঢাকা ১২ (১৮৫ তম সংসদীয় আসন)

বর্তমান এমপি: আসাদুজ্জামান খাঁন (আওয়ামী লীগ)

ঢাকা-১২ আসনটি ঢাকা শহরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী: বর্তমান এমপি ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আবার মনোনয়ন পেতে পারেন।

অন্য খবর  দোহারে পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু

ঢাকা ১৩ (১৮৬ তম সংসদীয় আসন)

বর্তমান এমপি: জাহাঙ্গীর কবির নানক (আওয়ামী লীগ)

ঢাকা-১৩ আসনটি ঢাকা শহরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড নিয়ে গঠিত।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী: ঢাকা-১২ এর মতোই এই আসনেও বর্তমান এমপি জাহাঙ্গীর কবির নানক মানোনয়ন পেতে পারেন।

ঢাকা ১৪ (১৮৭ তম সংসদীয় আসন)

বর্তমান এমপি: মো. আসলামুল হক (আওয়ামী লীগ)

ঢাকা-১৪ আসনটি ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ০৭, ০৮, ০৯, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ড নিয়ে গঠিত।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী: বর্তমান এমপি মো. আসলামুল হকের বদলে এই আসনে নতুন মুখের কথা ভাবছে আওয়ামী লীগ।

ঢাকা ১৫ (১৮৮ তম সংসদীয় আসন)

বর্তমান এমপি: কামাল আহমেদ মজুমদার (আওয়ামী লীগ)

ঢাকা-১৫ আসনটি ঢাকা শহরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ০৪, ১৩, ১৪ ও ১৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী: কামাল আহমেদ মজুমদার এবার আর মানোনয়ন পাচ্ছেন না, এখানেও আসছে নতুন মুখ।

ঢাকা ১৬ (১৮৯ তম সংসদীয় আসন)

বর্তমান এমপি: মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ (আওয়ামী লীগ)

ঢাকা-১৬ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ০২, ০৩, ০৫ ও ০৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী: বর্তমান এমপি মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ এর বদলে এখানেও নতুন মুখের কথা ভাবছে আওয়ামী লীগ।

ঢাকা ১৭ (১৯০ তম সংসদীয় আসন)

বর্তমান এমপি: এস. এম, আবুল কালাম আজাদ (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ))

ঢাকা-১৭ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫,১৮, ১৯ ও ২০ এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী: বিএনপির সাবেক নেতা ও মন্ত্রী নাজমুল হুদা এই আসনটি চাচ্ছেন। তিনি আওয়ামী লীগে যোগ দিলে এই আসনে মনোনয়নও পেতে পারেন। সেটি না ঘটলে এই অসনেও নতুম মুখ আসছে। আর নতুন মুখ হতে পারেন একজন গার্মেন্টস ব্যবসায়ী।

ঢাকা ১৮ (১৯১ তম সংসদীয় আসন)

বর্তমান এমপি: সাহারা খাতুন (আওয়ামী লীগ)

ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ০১ ও ১৭ নং ওয়ার্ড এবং ঢাকা মেট্রপলিটন হরিরামপুর ইউনিয়ন, উত্তরখান ইউনিয়ন, দক্ষিণখান ইউনিয়ন, ডুমনি ইউনিয়ন ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী: বর্তমান এমপি সাহারা খাতুন এবার হয়তো মনোনয়ন নাও পেতে পারেন। সেক্ষেত্রে এই আসনেও নতুন মুখ আনবে আওয়ামী লীগ।

ঢাকা ১৯ (১৯২ তম সংসদীয় আসন)

বর্তমান এমপি: ডা. মো. এনামুর রহমান (বাংলাদেশ আওয়ামী লীগ)

ঢাকা-১৯ আসনটি ঢাকা জেলার সাভার উপজেলার শিমুলিয়া, ধামসোনা, পাথালিয়া ইয়ারপুর আশুলিয়া বিরুলিয়া বনগাঁও ইউনিয়ন এবং সাভার ইউনিয়ন নিয়ে গঠিত।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী: বিভিন্ন কারণে বিতর্কিত হওয়া বর্তমান এমপি ডা. মো. এনামুর রহমান যে এবার মনোনয়ন পাচ্ছেন না তা নিশ্চিত। এখানেও নতুন মুখ আনছে আওয়ামী লীগ।

ঢাকা ২০ (১৯৩ তম সংসদীয় আসন)

বর্তমান এমপি: এম এ মালেক (আওয়ামী লীগ)

আপনার মতামত দিন