ড্রোন হামলায় আইএস নেতা নিহত, দাবি যুক্তরাষ্ট্রের

20
ড্রোন হামলায় আইএস নেতা নিহত, দাবি যুক্তরাষ্ট্রের

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হয়েছে আইএস নেতা ওসামা আল মুহাজির। রোববার (৯ জুলাই) এক বিবৃতিতে এমন দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। খবর রয়টার্সের।

মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রধান জেনারেল মাইকেল কুরিলা জানিয়েছেন, শুক্রবার সিরিয়ার পূর্বাঞ্চলে এমকিউ-নাইন এস ড্রোন দিয়ে এ অভিযান চালানো হয়। এতে বেসামরিক কেউ হতাহত হয়নি বলেও দাবি করেন।

জেনারেল কুরিলা বলেন, আইসএসকে পরাজিত করার লক্ষ্যে অবিচল রয়েছে যুক্তরাষ্ট্র। কেবল সিরিয় অঞ্চলের জন্য নয়, সামগ্রিকভাবেই আইএসকে হুমকি বলে উল্লেখ করেন তিনি। অভিযানের আগে রাশিয়ার যুদ্ধবিমান ড্রোনটিকে তাড়া করেছিল বলেও জানান।

এদিকে, আইএসকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রায় ১ হাজার সেনা মোতায়েন রয়েছে সিরিয়ায়। ২০১৯-এ জঙ্গি গোষ্ঠীটির পতন হলেও বিভিন্ন প্রত্যন্ত এলাকায় লুকিয়ে রয়েছে এর অনেক সদস্য। যারা মাঝেমধ্যেই চোরাগোপ্তা হামলা চালায়।

 

আপনার মতামত দিন