ডিরেক্টরস গিল্ড-এর নির্বাচন-২০১৬ঃ নতুন সভাপতি দোহারের গাজী রাকায়েত

    690

    ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল দিনভর টিভি নাটক নির্মাতাদের সংঘটন ডিরেক্টরস গিল্ড-এর নির্বাচন অনুষ্ঠিত হয়। অনেক অপেক্ষার পর অবশেষে আজ ভোর চারটায় ফলাফলও ঘোষনা করা হয়েছে। নির্বাচনে সভাপতির পদে জয়ী হয়েছেন দোহারের মুকসুদপুরের কৃতি সন্তান ও জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এবং পরিচালক গাজী রাকায়েত।তিনি ও তার পরিবার পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য।  তিনি পেয়েছেন ১৮৪ ভোট। এতে তার আর দুই প্রতিদ্বন্ধী ছিলেন জাহিদ হাসান ও কায়েস চৌধুরী। অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মাদ মোস্তফা কামাল রাজকে হারিয়ে জয়লাভ করেছেন এসএ হক অলিক। তিনি পেয়েছেন ২০৩ ভোট। এ নির্বাচনে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কচি খন্দকার (১৮৯ ভোট), সকাল আহমেদ(১৫৮ ভোট) ও সৈয়দ শাকিল (২১৬ ভোট)। সহ-সাধারণ সম্পাদক হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন হৃদি হক (২০২ ভোট) ও মাসুদ মহিউদ্দিন (১৯৪ ভোট)। এছাড়া সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সাগর, অর্থ সম্পাদক নঈম ইমতিয়াজ নেয়মূল এবং প্রচার সম্পাদক পদে জয়ী হয়েছেন জুয়েল মাহমুদ। পাশাপাশি ১০জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন আহমেদ ইউসুফ সাবের, ফজলুল হক, মিলন ভট্টাচার্য্য, মারুফ মিঠু, সাজ্জাদ সনি, কায়সার আহমেদ, কৌশিক শংকর দাশ, ফিরোজ খান ও শামীমা শাম্মী। উল্লেখ্য, গতকাল  রাজধানীর  সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সাততলার চার নম্বর কক্ষে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯টায় শুরু হয়ে মাঝে এক ঘণ্টার বিরতি ছাড়া বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে। সংগঠনটির ৩৮৪ জন ভোটারের মধ্যে ৩৫৪ জন ভোট প্রদান করেন। বিকেল সাড়ে পাঁচটায় ভোটগণনা শুরু করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ড. ইনামুল হক। কমিশনার পদে দায়িত্ব পালন করেন এসএম মহসীন ও খায়রুল আলম সবুজ।

    আপনার মতামত দিন