ডিমের দাম ডজনে বাড়ল ১৫ টাকা

18
ডিমের দাম ডজনে বাড়ল ১৫ টাকা

রাজধানীর বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে ডিমের দাম। মাত্র সাত দিনের ব্যবধানে ডজনে দাম বেড়েছে ১৫ টাকারও বেশি। প্রতি পিস ডিম কিনতে গুনতে হচ্ছে প্রায় ১৪ টাকা।

রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়। আর পাড়া মহল্লায় দাম নেওয়া হচ্ছে ১৭০ টাকা।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব বলছে, এক সপ্তাহে দাম বেড়েছে ১০ শতাংশ।

এদিকে বৃষ্টিতে সরবরাহ কমের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। তাদের দাবি, বৈরী আবহাওয়ায় খামার থেকে চাহিদামতো ডিম আসছে না। আড়তেও ডিমের যোগান ঠিকমত হচ্ছে না। এ জন্য দাম বাড়তি বলে দাবি ব্যবসায়ীদের।

অন্যদিকে নিত্যপণ্যের বাজারে অস্থিরতায় ক্ষোভ জানিয়েছেন ভোক্তারা।

বাংলাদেশ ডিম উৎপাদক সমিতির দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় সাড়ে তিন থেকে চার কোটি ডিমের প্রয়োজন হয়। আর এই ডিমের একটি বড় অংশ আসে সারা দেশের খামারগুলো থেকে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, গত অর্থবছরে দেশে ২ হাজার ৩৩৭ কোটি পিস ডিম উৎপাদিত হয়েছিল। তার আগের অর্থবছরে এটি ছিল ২ হাজার ৩৩৫ কোটি পিস।

অন্য খবর  সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

 

আপনার মতামত দিন