দোহারে ৩২ দোকানে ডাকাতির ঘটনায় ২ জন গ্রেফতার

282

পলাশ৩৯ঃ দোহারে দুবলী বাজারের ৩২ দোকানে গণডাকাতির ঘটনায় ২ ডাকাতকে আটক করেছে দোহার থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন দোহার থানার এস আই রফিক হোসেন। জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে দুবলী গ্রাম থেকে মঞ্জুর(২৮) ও আলেপ(৩০) কে আটক করে পুলিশ। উল্লেখ্য ডাকাতির ঘটনায় দোহার থানা পুলিশ ৯৫ ও ৯৭ ধারায় দু’টি মামলা দায়ের করে।  

আপনার মতামত দিন