জয়পাড়া হাইস্কুল ও হাসপাতাল রোড ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত

141

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া হাইস্কুল ও হাসপাতাল রোড ব্যবসায়ী সমিতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছে। এই বাজারে সর্বমোট ভোটার সংখ্যা ১৭৪ জন।
এরআগে ব্যবসায়ীদেরকে বাজার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এই নির্বাচনে সভাপতি পদে ২ জন প্রার্থী মোঃ জামাল ও আবুল হাসেম, সাধারণ সম্পাদক পদে ২ জন কবির আহাম্মেদ ও নুরুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন জিল্লুর রহমান ও মোঃ মিলন, সহ- সভাপতি পদে ২ জন আবুল কালাম ও দ্বিপু মোল্লা লড়াই করছেন। অন্যান্য পদগুলো বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা

আপনার মতামত দিন