দ্রুত এগিয়ে চলছে জয়পাড়া মডেলের নতুন ভবন নির্মানের কাজ

291

সোহেল আহমেদ, নিউজ৩৯ ♦ দোহারের অন্যতম বিদ্যাপীঠ জয়পাড়া মডেল উচ্চ বিদ্যালয়। এর উন্নয়নে চলছে নানা কার্যক্রম তার ভেতর ৩ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মান অন্যতম। ১ কোটি ৩ লক্ষ টাকা ব্যয়ে  নির্মানাধীন ভবনের কাজ চলছে অতিদ্রুত। নির্মানের সময় ২০১১-২০১২ হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ৩ তলা ভবনের পাশাপাশি চলছে ৪০ লক্ষ টাকা ব্যয়ে ১ তলা বিশিষ্ট ভবন নির্মানের কাজ।

ভবন নির্মানের কাজের অগ্রগতি সম্পর্কে জয়পাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম বলেন ‘ কাজের অগ্রগতি বেশ আশা ব্যাঞ্জক। বর্তমান সময়ে বিদ্যালয়ের সার্বিক ফলাফলের উন্নয়ন হচ্ছে। সেই সাথে আরো উন্নয়নের জন্য শিক্ষক, অভিভাবক সহ সকলেই কাজ করে যাচ্ছেন।’

নতুন ভবনের সুফল সম্পর্কে নজরুল ইসলাম জানান, নতুন ভবন হলে আরো দশটি নতুন শ্রেণী কক্ষের ব্যবস্থা করা যাবে। সেই সাথে আলাদা একটা পাঠাগারও তৈরি করা যাবে এবং উন্নত মানের টয়লেটও নির্মিত হবে। যার ফলে বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার মানও বৃদ্ধি পাবে।

আপনার মতামত দিন