জয়পাড়া বাজার থেকে গৃহবধু নিখোঁজ

1547

একটি নিখোজ সংবাদ খাদেজা আক্তার (২০) নামে গত কাল জয়পাড়া বাজার  থেকে তিনি নিখোঁজ হন। গত শনিবার সন্ধ্যায় ৭ঃ৩০ মিঃ থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছে না তিনি যখন নিখোজ হন তখন তার পরনে ছিল কালো বরখা ও লাল রং এর হিজাব পরহিত। খাদিজা আক্তারের বাড়িঃ ইসলামপুর, দোহার, ঢাকা। তিনি তার স্বামীর বাড়ীতে থাকতেন। তার স্বামীর বাড়ি নারিশা, দোহার, ঢাকা।

তার ভাগিনা হুমায়ন নিউজ৩৯কে বলেন, যে তার খালা ও তার খালু জয়পাড়া বাজারে শপিং করতেছিল হঠাৎ করে এক সময় তার স্বামী আল-আমিন (২৮) পিছনে তাকিয়ে দেখেন যে তার স্ত্রী নাই এরপর তাকে অনেক খোঁজাখুজি করেছে কিন্তু তাকে পাওয়া জায়নাই।

তাই তার পরিবারের দাবি যে তাকে কেউ খুজে পেলে এই নম্বরে যোগাযোগ করবেন। মোবাইল :০১৮১১৯৫৮৪২৮, ০১৮২৮১১০০০১।

আপনার মতামত দিন