জয়পাড়া বাজারে রাস্তার বেহাল দশা

380

কামরুজ্জামান টুটুল ♦ জয়পাড়া মেইন রোড থেকে খেয়া ঘাট পযর্ন্ত রাস্তাটি যা দোহারের প্রানকেন্দ্র জয়পাড়া বাজারের ব্যস্ততম তার অবস্থা খুবই শোচনীয়। রাস্তাটির দিকে তাকালে মনে হয় এটি একটি ডোবানালা। নিদিষ্ট স্থান না থাকাতে বড় বড় ট্রাক এবং পিকআপ গুলো রাস্তার মাঝেই লোডিংআনলোডিং করছে এতে সাধারন জনগন ব্যাপক অসুবিধার সমুক্ষিণ হচ্ছে। রাস্তার মাঝে যে ডোবার ন্যায় নোংরা আবর্জনার জন্য এখানে মশা উৎপাদনের কারখানায় পরিনত হচ্ছে।

রাস্তাটির দিকে কোনো প্রশাসনিক কতৃপক্ষ বাজার কমিটি ও দোহার পৌরসভার কেউই রাস্তাটির উন্নয়নের জন্য কোন নজর নেই। ফলে রাস্তাটির অবস্থা দিনে দিনে ব্যবহার অনুপযোগী হয়ে যাচ্ছে। এই রাস্তার দু’পাশে প্রতি বৃহস্পতিবার ভ্রাম্যমান কাপড়রের দোকান বসে। এইসব অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা রাস্তার এই নোংরার কারনে তাদের ব্যবসা করতে পারছে না। নারী, শিশু, বৃদ্ধসহ প্রতিদিন এই রাস্তায় প্রায় ২০০০ পথচারী যাতায়াত করে।

জয়পাড়া বাজারের অতি গুরুত্বপূর্ন এই রাস্তাটির সংস্কার সময়ের দাবী। জনগনর আশা করছে রাস্তাটি বাজার কমিটির নজরে পড়বে এবং অতি দ্রুত এর সংস্কার হবে।

অন্য খবর  চোর সন্দেহে নবাবগঞ্জে গণপিটুনিতে নারী নিহত

JoyparaBazarRoad

নিউজ ৩৯

আপনার মতামত দিন