জয়পাড়া বাজারে নির্বাচনের হাওয়া

349

সোহেল আহমেদ, news39.net ♦ জয়পাড়া বাজার ব্যবসায়ী বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪ডিসেম্বর শনিবার। এটি জয়পাড়া বাজারের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের পশ্চিমাংশের ব্যবসায়ীদের কমিটি। Election

প্রার্থীদের পোস্টারের ছেয়ে গেছে বাজার। জোরেসোরে চলছে প্রর্থীদের নির্বাচনী প্রচারণা।

নির্বাচন চলবে সকাল আটটা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২ জন, সহ-সভাপতি পদে ৩ জন, কোষাধক্ষ্য পদের জন্য ২ জন, যুগ্ম-সম্পাদক পদের জন্য ৩ জন এবং সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বীতা করছে দশ জন।

মোট ভোটারের সংখ্যা ১০৭৫ জন। সদস্যপদপ্রার্থীরা নির্বাচিত হবার পর নিজ নিজ স্থান থেকে বাজারের উন্নয়ন করার ঘোষণা দিয়েছেন।

বাজারের দোকানদারদের দাবী নির্বাচিত হবার পর তারা যেন বাজারের রাস্তা-ঘাট, বিদ্যুৎ, টয়লেটের উন্নয়ন সহ অন্যান্য সকল কাজ সুষ্ঠু ও সুন্দর ভাবে করেন। তারা বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করার দাবী জানান।

আপনার মতামত দিন