ভিডিও খবর: জয়পাড়া থেকে গালিমপুররের রাস্তা

682

নিউজ ৩৯ ♦ গত ফেব্রুয়ারীতে শুরু হয় জয়পাড়া থেকে গালিমপুর হয়ে ঢাকা যাবার রাস্তা সংস্কারের কাজ। কিন্তু আট মাস হয়ে গেলেও এখনো কাজ শেষ হয় নি। অর্ধসম্পূর্ণ কাজ রাস্তাকে চলাচলের অনুপযোগী করে ফেলেছে। রাস্তার উপর ফেলা সুরকি উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখতে পাবেন রাস্তার সাম্প্রতিক অবস্থা। ভিডিও গ্রহন করা হয়েছে ২রা নভেম্বর।

এটি নিউজ ৩৯-এ প্রকাশ করা প্রথম নিজস্ব ভিডিও। আগামীতে নিয়মিত ভিডিও চিত্র প্রকাশ করা হবে।

ছবি:

Joypara-galimpur

আপনার মতামত দিন