পদ্মা কলেজ ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরন|

445

ঢাকা জেলার দোহার থানার পদ্মা কলেজ এ ২০১৮ শিক্ষা বর্ষের ইন্টার এর নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয় নবীন বরন অনুষ্ঠানের মাধ্যমে । গতকাল রবিবার সকাল ১০টায় কোরআন তিলাওয়াত এর মাধ্যমে নবীন বরন অনুষ্ঠান শুরু করা হয় । এর পরই সকলকে পরিচয় করিয়েদেন প্রতিষ্ঠাকালীন দাতা সদস্য ,শিক্ষক ও ছাএ- ছার্এীদের। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃএমারত হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এ আর খানকে ফুল দিয়ে বরন করে নেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল হোসেন । প্রধান অতিথি হিসাবে ছিলেন এ আর খাঁন প্রধান অতিথি তার বক্তব্যে , কলেজের নানা উন্নয়নের কথা উল্লেখ করেন । এছাড়া শিক্ষার্থীদের মাঝে তার মূল্যবান বক্তব্য রাখেন। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল হোসেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন তোমাদের প্রত্যেককে এক একটি উজ্জল নক্ষত্র হতে হবে । তিনি আরও বলেন, তোমরা সবাই ফুলের মতো সুন্দর, সুরভিত হবে । আমি আশা করি তোমরা সকলে মাদককে না বলবে, তোমরা নিয়মিত পড়া-লেখা করবে এবং আমরা তোমাদেরকে মাথা উচু দেখতে চাই, নিচু নয় । এমন কোন কাজ করবে না, যা তোমাদের ও প্রতিষ্ঠানের ক্ষতি হয় । এসময় আরো উপস্থিত ছিলেন আফরোজা আক্তার রিবা, কলেজ এর শিক্ষক, ঢাকা জেলা ছাএলীগের সভাপ্রতি গিয়াস উদ্দিন সোহাগ, ছাএ-ছার্এী ও কর্মচারীবৃন্দু।

আপনার মতামত দিন