জয়পাড়া কলেজে স্যামস-৯২’র ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

878

জয়পাড়া কলেজে স্যামস-৯২’র ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে। আজ ১ মার্চ ২০১৭ বুধবার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে বলে জানা যায়।

স্যামস-৯২ এবং জয়পাড়া পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল করিম ব্যাপারীর সভাপতিত্বে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো জসিম উদ্দিন, জয়পাড়া কলেজের সিনিয়র শিক্ষক আব্দুর রহমান, সিদ্দিকুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্যামসের সহ-সভাপতি মোশারফ হোসেন,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,সাবেক সভাপতি ডাক্তার মাহাবুর রহমান, কোষাদক্ষ সওকত হোসেন, সদস্য পঙ্কজ ঘোষ, খোরশেদ আলম, জাহাঙ্গীর খন্দকার, বিপ্লব মোড়ল, ফজলুল রহমান,সালাউদ্দিন, দপ্তর সম্পাদক ইকবাল মাহমুদ, মঞ্জুর হাসান জুয়েল, মামুন হোসেন, মিজানুর রহমান, মোক্তার হোসেন, ফরহাদ হোসেন, কামাল, মোরাদ, শাফায়াত হোসেন, রহুল আমীন, ওয়াসিম প্রমুখ।

উল্লেখ্য,২০০৫ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকেই নানারকম সেবা মূলক সামাজিক কার্যকর্ম পরিচালনা করে আসছে সংগঠনটি।

অন্য খবর  জয়পাড়া কলেজের অনার্স শিক্ষার্থীদের শিক্ষা সফর

 

আপনার মতামত দিন